ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় রিয়াদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার-

সাব্বির আহমেদ পিয়াল
মার্চ ৯, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

আশুলিয়ার ভাদাইল পাবনারটেক এলাকায় বাবার মুদির দোকান থেকে রিয়াদ (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিববার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পবনারটেক এলাকায় তার বাবার দোকানে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহত রিয়াদ, ফরিদপুরের ভাঙ্গা থানার মাহফুজ মুন্সীর ছেলে। তিনি পরিবারসহ আশুলিয়ার পবনারটেক এলাকার বাবলু মাদবরের বাড়িতে ভাড়া থাকতেন এবং চন্দ্রা সরকারি কলেজের (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রিয়াদ তার বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকতেন। প্রতিদিনের মতো রাতেও ছোট ভাই রিফাতের সঙ্গে একই কক্ষে ঘুমাতে যান। পরে রাতের কোনো এক সময় তিনি ঘর থেকে বের হয়ে বাবার মুদি দোকানে যান এবং সেখানেই গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।