ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সাভার উপজেলা প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধা

সাভার উপজেলা প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় একটি বাসা থেকে মাসুম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে এনায়েতপুর এলাকার আলামিনের বাড়ির একটি কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম মিয়া (৪৫) মানিকগঞ্জ সাটুরিয়া বালিয়াটির খলিলাবাদ বেইরাপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন এবং এনায়েতপুর এলাকার আলামিনের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।

পুলিশ জানায়, মাসুম মিয়ার মৃত্যু দুই থেকে তিন দিন আগেই হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের অনুরোধের প্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।