
সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় সোহাগ মাতব্বর (৪৮) নামের এক দোকানের কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
রবিবার (২ মার্চ) রাত ৮টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মাতব্বর (৪৮) মাদারীপুর জেলার সদর থানার পাচখোলা এলাকার খলিল মাতব্বরের ছেলে। সে আশুলিয়ার জিরাবো নামাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়। তবে আটক কাভার্ডভ্যান চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রবিবার রাত ৮টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় রাস্তা পারাপারের সময় সোহাগ মাতব্বর নামে এক দোকানের কর্মচারী চাপা দেয় রাস্তায় চলাচলরত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো -ন-১৩-৯৮৩৫)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্ভাডভ্যান টি জব্দ করেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সেই সাথে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।