আশুলিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা, মুদি দোকানদার গ্রেফতা
আশুলিয়ার কবিরপুর তেলি বাজার মাদ্রাসার পাশে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় হাবিবুর রহমান নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মুদি দোকানদার হাবিবুর রহমান গতকাল রাতে মাদ্রাসার পাশে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হাবিবুর রহমানকে ধরে ফেলে পিটুনি দেয়। পরে এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ হাবিবুর রহমানকে থানায় নিয়ে যায় এবং শিশুটিকে দ্রুত মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়।স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীর দ্রুত বিচার দাবি করেছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে সমাজের সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
আশুলিয়া থানার উপপরিদর্শক সোহেল মিয়া বলেন এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে ।