ঢাকারবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুনের অভিযোগ

মধুপর থানা প্রতিনিধি -
মার্চ ১৫, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

টাঙ্গাইলের মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় (লক্ষণ ঘাট) রিফুজি বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যার শিকার নারীর নাম রাজিয়া বেগম (৫০)। তিনি ওই গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, খায়রুল ইসলামের ছেলে রাজীব নেশাগ্রস্ত। তিনি নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকায় কারাভোগ করেছেন। সম্প্রতি কারামুক্ত হয়ে রাজীব ফের নেশায় আসক্ত হন। শুক্রবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে রাজীব তাঁর স্ত্রী শোভা বেগমের কাছে টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর শুরু করেন। ছেলের বউয়ের কান্নার শব্দে শাশুড়ি (রাজীবের মা) এসে ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় রাজীব ক্ষিপ্ত হয়ে আনারস কাটার দা দিয়ে তাঁর মাকে কোপাতে থাকেন। ধারালো দায়ের কোপে ঘটনাস্থলে রাজিয়া বেগমের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা আহত শোভা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, মাদকাসক্ত রাজীবের হাতে নৃশংসভাবে মা রাজিয়া বেগম খুন হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মাকে খুনের সঙ্গে জড়িত রাজীবকে গ্রেপ্তারের চেষ্টা ও আইনি প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।