ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেমরা স্টাফ-কোয়ার্টারে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৭, ২০২৫ ৫:০৭ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

রাজধানীর ডেমরা স্টাফ-কোয়ার্টারে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিনগত রাত ২টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

তিনি বলেন, ডেমরা স্টাফ-কোয়ার্টারে একটি ফার্নিচারের দোকানে আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২টা ১৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।