ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষকদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

ধর্ষকদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জামায়াত আমিরে

ধর্ষক ও তাদের সহযোগীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণের খবর আসছে গণমাধ্যমে। এর মধ্যে মাগুরায় দুলাভাইয়ের সহযোগিতায় বোনের শ্বশুর কর্তৃক শিশু ধর্ষণের ঘটনাটি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। ধর্ষণের ওই ঘটনাটি নিয়ে উত্তাল সারাদেশ। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ওই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। সোচ্চার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। একই ইস্যুতে কথা বলছেন রাজনীতিবিদরাও।

মাগুরার আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। উচ্চ আদালত থেকে ছয় মাসের মধ্যে ধর্ষণের এই মামলা নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

মাগুরার ধর্ষণের ঘটনাটি তুলে ধরে জামায়াত আসির ফেসবুক পোস্টে লিখেছেন, মাগুরার সেই আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই।

ডা. শফিকুর রহমান বলেন, এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।