ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১২, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

  1. মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, মাদক ও খুনসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- ইজাজ (৪০), সোহেল (২২), আনোয়ার (৩১) শাহ আলম (৬০), জনি (২৪), ইসমাইল (২৭), আতাউর (৩০), রুম্মান (৩৫), স্বপন (৪৫), মনির (২০), ইব্রাহিম (৩৯), খালিদ (৩৯) ও রবিউল (৩৬)।

এসি মেহেদী হাসান বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ মঙ্গলবার দিনব্যাপী অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ১৩ জনকে গ্রেফতার করে।

অভিযানে ডাকাতির মামলায় ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ জন, সিআর সাজা পরোয়ানা ১ জন, মাদক মামলায় ২ জন, ডিএমপির মামলায় ১ জন, খুনের মামলায় ১ জন, অন্যান্য মামলায় ৩ জন ও সড়ক পরিবহন আইনের মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ কে এম মেহেদী হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।