ঢাকাশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে অস্ত্র ও মাদকসহ উপজেলা তাঁতিদল নেতা গ্রেফতার-

ফেনি প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

ফেনীতে অস্ত্র ও মাদকসহ উপজেলা তাঁতিদল নেতা গ্রেফতা

ফেনীর সোনাগাজীতে অস্ত্র ও মাদকসহ উপজেলা তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান ওরফে আবদুল হক নোমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১৪ মার্চ) ভোররাতে নিজ বাসা থেকে গ্রেফতার করেন পুলিশ

সে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃধা বাড়ির সালেহ আহম্মদের ছেলে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাগাজী থানার তালিকাভুক্ত মাদক কারবারি নোমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে আইপিএসের সার্কিট বোর্ডের পেছন থেকে তিনটি কার্তুজ, এগারোটি বিস্ফোরক দ্রব্য (পটকা) ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

নোমানের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানা, ফেনী সদর থানা, চট্টগ্রাম ও ভোলাসহ দেশের বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা ও একটি ডাকাতির প্রস্তুতির মামলা আছে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।