ঢাকাশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযো

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথরাপুর বড়বাজার আশ্রয় প্রকল্প এলাকায় এক চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে।

এ ঘটনায় ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে শুক্রবার (১৪ মার্চ) কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত পহেলা মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। এ সময় একই গ্রামের সাহাজুল ফকির শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে দেখে ফেলেন। এ সময় সাহাজুল দ্রুত পালিয়ে যান।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও শিশুটির বাবা আপস করতে রাজি হননি। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে।

পরে শিশুটির বাবা রাতেই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেফতার করে এবং শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটি আদালতে জবানবন্দী দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।