ঢাকাশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় নারীদের নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল

গাইবান্ধা জেলা প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫ ১২:১৮ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

গাইবান্ধায় নারীদের নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মশাল মিছি

শিশু আছিয়াসহ নারীদের নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে পৌরপার্কে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন – সাগর আহমেদ, রুবান হাসান রিয়াদ, মোজাহিদ হোসেন, মেজবাহুল হক, সৌরভসহ অনেকে।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোরী, তরুণী, গৃহবধূ, শিক্ষার্থী শুধু নয়, এসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। শিশু আছিয়া এখন কবরে কিন্তু ধর্ষকের ফাঁসি নিশ্চিত হয়নি। এই বর্বরতা মেনে নেওয়া হবে না।

তারা অভিযোগ করেন, ধর্ষকদের গ্রেফতার ও বিচারে কালক্ষেপণ করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনতে না পারেন, তবে তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।