ঢাকারবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা, মুদি দোকানদার গ্রেফতার

মো জহুরুল ইসলাম
মার্চ ১৫, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

আশুলিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা, মুদি দোকানদার গ্রেফতা

আশুলিয়ার কবিরপুর তেলি বাজার মাদ্রাসার পাশে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় হাবিবুর রহমান নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মুদি দোকানদার হাবিবুর রহমান গতকাল রাতে মাদ্রাসার পাশে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হাবিবুর রহমানকে ধরে ফেলে পিটুনি দেয়। পরে এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ হাবিবুর রহমানকে থানায় নিয়ে যায় এবং শিশুটিকে দ্রুত মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়।স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীর দ্রুত বিচার দাবি করেছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে সমাজের সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

আশুলিয়া থানার উপপরিদর্শক সোহেল মিয়া বলেন এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।