রূপগঞ্জ প্রতিনিধি
নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর পুকুরে ভাসমান অবস্থায় মিলল যুবকের লাশ। ফেসবুকে দেখে স্বজনরা শনাক্ত করেন লাশটি আলমগীরের।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতে মাছের খাবার দিতে গিয়ে নিখোঁজ হওয়া আলমগীর( ৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি কমিউনিটি সেন্টারের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর উপজেলার হাটাবো এলাকার সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে মাছ শিকার করতে বাড়ি থেকে বের হয় আলমগীর। পরবর্তীতে সে বাড়ীতে না ফিরলে সব জায়গায় তাকে খোজাখুজি করে কোন সন্ধান পাচ্ছিল না পরিবার।
শনিবার সকাল ১১ টার দিকে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখেন। নিহতের ছবি ফেসবুকে আপলোড করে পোষ্ট দেন অনেকে। পরে তাঁরা ৯৯৯ ফোন দিলে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ফেসবুকের পোষ্ট দেখে ও খোঁজ পেয়ে নিহতের স্বজনরা আলমগীরের মরদেহটি সনাক্ত করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন