শিহাব মিয়া,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামে বসবাস করছেন বৃদ্ধা সুমলা বেগম (৮০) ও তার মেয়ে লাল বানু (৫৫)। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগে তারা মানবেতর জীবন যাপন করছেন। দারিদ্র্য ও চিকিৎসার অভাবে তাদের কষ্ট দিন দিন বেড়েই চলেছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সুমলা বেগমের গালে প্রথমে ফোলাভাব দেখা দেয়, পরে তা বড় টিউমারে রূপ নেয়। অন্যদিকে মেয়ে লাল বানু আংশিক প্যারালাইস হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী ফয়সাল আহমেদও বয়সের ভারে ন্যুব্জ হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
নিজেদের কোনো জমি বা স্থায়ী বসতভিটা না থাকায় তারা বর্তমানে অন্যের একটি ভাঙা কুঁড়েঘরে আশ্রয় নিয়েছেন। খাবার ও চিকিৎসার অভাবে দিন কাটানোই এখন তাদের সবচেয়ে বড় সংগ্রাম।
প্রতিবেশীরা জানান, তারা ঠিকমতো খাবারও পাচ্ছেন না। গ্রামবাসীরা কখনো সখনো সহযোগিতা করে, কিন্তু চিকিৎসার অভাবে তাদের অবস্থা আরও খারাপ হচ্ছে।
অসুস্থ মা–মেয়ে বলেন, আমাদের দেখাশোনার কেউ নেই। যদি দেশ-বিদেশের কোনো হৃদয়বান মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা চিকিৎসার ব্যবস্থা করেন, তাহলে হয়তো বাঁচার সুযোগ মিলবে।
স্থানীয়রা আশা করছেন, সরকার ও সমাজের দয়ালু মানুষের সহযোগিতায় দ্রুত তাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন