সংসদ নির্বাচন ২০২৬ নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
সুনামগঞ্জের দিরাইয়ের পূর্ব নির্ধারিত জায়গায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানশিশুকে ধর্ষণের অভিযোগে রূপগঞ্জে ১ জন আটকছাতকে নিহত হাফিজ সৈয়দ মাহমুদুল হোসেনের খুনীদের গ্রেফতারের দাবিতে হাজারো ছাত্রজনতার মানববন্ধনসালথায় সিঁধ কেটে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটকমহালছড়িতে ওয়াদুদ ভূইঁয়া ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরনধর্মপাশায় সমিল মালিকের গোপনাঙ্গ কেটে পেলেছে দুর্বৃত্তরাবাঘাইছড়ির মধ্যম পাড়ার সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন:দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসীনড়াইলের নড়াগাতীতে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধারকুষ্টিয়ায় সাংবাদিক নির্যাতন: হামলাকারীদের গ্রেফতারের দাবি বিএমএসএফ-এরমসজিদের নামে ওয়াকফ করা পতিত জমিতে প্রভাবশালীদের নিষিদ্ধ গান বাজনার মঞ্চ
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ
৭ অক্টোবর ২০২৫, ১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচন ২০২৬ নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসন

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রূপগঞ্জে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি প্রার্থীরা কর্মী-সমর্কদের নিয়ে উঠান বৈঠক, সভা-সমাবেশ ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত। এখানে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতো। জুলাই বিপ্লবের পর নতুন প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিএনপিকে এই আসনে জামায়াতেও এনসিপির সাথে লড়তে হবে। তবে জামায়াত ও এনসিপির প্রার্থীরা নতুন মুখ হওয়ায় এলাকায় তাদের পরিচিতি কম। বিএনপি এটাকে তাদের প্লাস পয়েন্ট হিসেবে ভাবছেন।

মনোনয়ন নিয়ে দলীয় বিভাজন স্পষ্ট হলেও প্রার্থী চুড়ান্ত হলে সবাই মিলে মাঠে একত্রিত হয়ে কাজ করবে বলে মনে করছে দলীয় নেতাকর্মীরা।

সাংসদীয় আসন-২০৪, নারায়ণগঞ্জ -১( রূপগঞ্জ) আসনে জামায়াত ইসলামীর একক প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা এবং রূপগঞ্জে বিএনপির বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ন-আহবায়ক ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু) এবং জেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক শরিফ আহমেদ টুটুল এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি এর কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলাম রোমান দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছেন।

উপজেলায় ইসলামী আন্দোলন, গন অধিকার পরিষদ সহ অন্যান্য দলগুলোর কিছু কর্মী-সমর্থক থাকলেও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করার সক্ষমতা অর্জন করতে পারেনি বলে স্থানীয় ভোটাররা মনে করেন।

জামায়াতে ইসলামী একটি শক্তিশালী সাংগঠনিক দল। জামায়াতের কৌশলগত পদক্ষেপের কারণে, বিএনপি তাদের নিশ্চিত ভোট হারাতে পারে। ফলে জামায়াতের প্রার্থী সেই আসনটি জিতে নিতে পারে, যা বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক ক্ষতি। অতীতেও এমন ঘটনা ঘটেছে যেখানে জামায়াত বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে বা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে কিছু আসন জিতে নিয়েছে।

এনসিপি এই ধরনের নতুন দলগুলো মূলত মধ্যম মানের রাজনৈতিক শূন্যতা পূরণের চেষ্টা করে। যদি বিএনপি নিজেদের অভ্যন্তরীণ কোন্দল বা দুর্বল প্রার্থী নির্বাচনের কারণে জনপ্রিয়তা হারায়, তখন সেই শূন্যতা পূরণ করতে এই ধরনের দলগুলো উঠে আসতে পারে। এই দলগুলো সাধারণত তরুণ ভোটার এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে নিজেদেরকে বিকল্প হিসেবে তুলে ধরে। তারা প্রায়শই নতুন রাজনৈতিক স্লোগান এবং প্রতিশ্রুতি দেয়, যা পুরনো দলগুলোর ওপর বিরক্ত ভোটারদের আকর্ষণ করে।
এনসিপি’র মতো দলগুলো নির্বাচনে খুব বেশি আসন না পেলেও, তারা ভোট ভাগ করে দিতে সক্ষম হয়। যদি কোনো আসনে বিএনপি এবং এনসিপি’র মধ্যে ভোট ভাগ হয়ে যায়, তখন অন্য কোনো দলের, যেমন ক্ষমতাসীন দল বা জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপি’র মধ্যে প্রায়শই তীব্র কোন্দল দেখা যায়। অনেক সময় যোগ্য নেতারা মনোনয়ন না পেয়ে দল থেকে বেরিয়ে যান বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই কোন্দল জনগণের সামনে দলের ভাবমূর্তি নষ্ট করে। বিএনপি ও জামায়াতের মধ্যে প্রায়শই আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার অভাব দেখা যায়। যদি বিএনপি কোনো আসনে জামায়াতের প্রার্থীকে সমর্থন না দেয়, তাহলে জামায়াত সেই আসনে নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে বিএনপির ভোট কেটে নিতে পারে। এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল এবং জোটের দুর্বলতা বিরোধী জোটকে দুর্বল করে তোলে। এর ফলে ক্ষমতাসীন দল বা অন্য ছোট দলগুলো সহজেই তাদের বিরুদ্ধে জয়ী হতে পারে।

রূপগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ১৯২ জন। তন্মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৩৮ জন পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৫২ জন।

রাজধানীর ঠিক পাশেই অবস্থিত রূপগঞ্জে রয়েছে কয়েক হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর ঘিরে এখানে গড়ে উঠেছে অসংখ্য আবাসন কোম্পানীর প্লট বানিজ্য।

১৯৯১ সালে আব্দুল মতিন চৌধুরী রূপগঞ্জ থেকে নির্বাচিত হয়ে বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের টিকিটে সাবেক সেনা প্রধান মেজর জেনারেল (অবঃ) কে এম শফিউল্লাহ জয় লাভ করেন। পরে ২০০১ সালে পূণঃরায় মতিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়ে বস্ত্র মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন। গোলাম দস্তগীর গাজী ২০০৮ সহ পরবর্তী ৪ টি নির্বাচনে ফ্যাসিবাদের সুযোগ নিয়ে সংসদ সদস্য হয়ে রূপগঞ্জের ‘গডফাদার’ রূপে আবির্ভূত হন। তার সময়ে রূপগঞ্জ অপরাধের স্বর্গরাজ্য হিসাবে পরিচিতি পায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের একক প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা বলেন,জামায়াতে ইসলামী মানুষকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। জনগন ভোট দিয়ে নির্বাচিত করলে, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিস্তারকে তিনি নির্মূল করবেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। তার মতে, সৎ, যোগ্য, মানবিক ও শিক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই জনগণ তার অধিকার ফিরে পাবে।

বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, দীর্ঘ ৪৭ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে আমি জড়িত আছি। এবং রূপগঞ্জ থেকে ২০০৮ ও ২০১৮ সালে বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম। দীর্ঘ ১৫ বছরে ফ্যাসিষ্টদের আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছি। অগনিত হামলা মামলা মোকাবেলা করেছি।

দল মনোনয়ন দিলে রূপগঞ্জের জনগন ভোট দিয়ে নির্বাচিত করলে, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও দুর্নীতি ও চাঁদাবাজি চিরতরে বন্ধ করার অঙ্গিকার করেন তিনি।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ও সহসাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী দুলাল হোসেন বলেন,আমি এসি রুম থেকে রাজনীতি করতে আসিনি মাঠ পর্যায়ে থেকে রাজনীতি করে এসেছি।

ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছি এবং মামলা হামলার শিকার হয়েছি ও অনেকবার ডান্ডাবেরি পড়ানো হয়েছে আমাকে। দলের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি।

দল থেকে যদি মনোনয়ন দেয়, রূপগঞ্জের জনগন ভোট দিয়ে নির্বাচিত করলে, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তিনি।

এনসিপি যুব সংগঠন জাতীয় যুবশক্তি এর কেন্দ্রীয় সংগঠক ও নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী সাইফুল ইসলাম রোমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি নিশ্চিত করাই তাদের প্রথম কাজ। এ জন্য তারা গণপরিষদ নির্বাচনের প্রস্তাবনা সামনে এনেছেন, যাতে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নতুন রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে।

জুলাই সনদের আইনি কাঠামো সুসংহত না হলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবা অর্থহীন। কারণ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশন,পুলিশ ও জনপ্রশাসনের নিরপেক্ষতা এবং জবাবদিহিতা আগে নিশ্চিত করতে হবে। অন্যথায় নির্বাচন প্রহসনে পরিণত হওয়ার ঝুঁকি থাকবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী, রূপগঞ্জের রাজনীতিতে ক্লিনম্যান খ্যাত
এড.মাহফুজুর রহমান হুমায়ূন বলেন,দল থেকে যদি আমাকে মনোনয়ন দেয়া হয় তাহলে সন্ত্রাস,মাদকমুক্ত ও ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য রূপগঞ্জ উপহার দিব।

রূপগঞ্জের ঐতিহ্যবাহী ভুইয়া পরিবারের সদেস্য, বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সদেস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক নং যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেন, আমি অতীতে কি করেছি আমার দল ও জনগণ সবই জানে, জেল-জুলুম হুলিয়া মামলা অনেক মোকাবেলা করেছি।

বিগত ১৫ বছর ফ্যাসিস্টদের সাথে সংগ্রাম করে রূপগঞ্জ উপজেলা বিএনপিকে মাঠে থেকে নিজে পরিচালনা করেছে। তখন কোন নেতাকে মাঠে পাইনি, জনগনকে সাথে নিয়ে একাই মাঠে ফ্যাসিস্টদের সাথে লড়েছি। দল মনোনয়ন দিলে রূপগঞ্জ আসান নেত্রীকে উপহার দিব ইনশাআল্লাহ।

ফ্যাসিষ্ট আমলে নির্যাতিত একাধিক বিএনপি নেতার মতে, বর্তমান সময়ে রূপগঞ্জে বিএনপির শত্রু তারা নিজেরাই। ৫ আগষ্টের পদ পরিবর্তনের পরে নিজেদের শক্তি-সক্ষমতা দেখাতে গিয়ে সংঘর্ষে কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন।

আহত দুই শতাধিক। এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটের আগেই নিজেদের মধ্যে কোন্দল মিটিয়ে সঠিক প্রার্থী দিতে ব্যর্থ হলে আসনটি হাতছাড়া হতে পারে বলে তারা মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের দিরাইয়ের পূর্ব নির্ধারিত জায়গায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশুকে ধর্ষণের অভিযোগে রূপগঞ্জে ১ জন আটক

ছাতকে নিহত হাফিজ সৈয়দ মাহমুদুল হোসেনের খুনীদের গ্রেফতারের দাবিতে হাজারো ছাত্রজনতার মানববন্ধন

সালথায় সিঁধ কেটে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটক

মহালছড়িতে ওয়াদুদ ভূইঁয়া ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরন

ধর্মপাশায় সমিল মালিকের গোপনাঙ্গ কেটে পেলেছে দুর্বৃত্তরা

বাঘাইছড়ির মধ্যম পাড়ার সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন:দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

নড়াইলের নড়াগাতীতে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় সাংবাদিক নির্যাতন: হামলাকারীদের গ্রেফতারের দাবি বিএমএসএফ-এর

মসজিদের নামে ওয়াকফ করা পতিত জমিতে প্রভাবশালীদের নিষিদ্ধ গান বাজনার মঞ্চ

১০

রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

১১

রূপগঞ্জে গ্রামিন রাস্তাগুলোর বেহাল দশা ঃ যুগের পর যুগ ধরে হয় না সংস্কার

১২

সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

১৩

সুনামগঞ্জের লঞ্চঘাটের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুর পরিদর্শনে জেলা প্রশাসক

১৪

আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : শাহজাহান চৌধুরী

১৫

বাগেরহাটে সাংবাদিক এ.এস.এম. হায়াত উদ্দিন হত্যায় ২ খুনি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

১৬

ফকিরহাটে ভ্যাটকার বিলে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত

১৭

সালথায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০, ভাঙচুর চারটি বাড়িতে

১৮

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে দীর্ঘ যানজট : চরম ভোগান্তি

১৯

সংসদ নির্বাচন ২০২৬ নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসন

২০