কুষ্টিয়া প্রতিনিধি
গতকাল কুষ্টিয়া প্রেস ক্লাব এলাকায় সাংবাদিকদের ওপর সংঘটিত নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এমএসএফ (বিএমএসএফ)। সংগঠনের নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় চরম হস্তক্ষেপ।
বিএমএসএফ-এর পক্ষ থেকে বলা হয় হামলাকারী যেই হোক, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এছাড়া, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএমএসএফ নেতারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, কুষ্টিয়া প্রেস ক্লাব এলাকায় গতকাল বিকেলে স্থানীয় কয়েকজন সাংবাদিক নির্যাতনের শিকার হন বলে জানা গেছে।
মন্তব্য করুন