ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজনগন গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সমিল মালিক মোঃ সবুজ মিয়ার গোপানাঙ্গ কেটে পেলেছে দুবৃওরা।মঙ্গলবার রাত ৯ টার দিকে কামলাবাজ গ্রামের ব্রীজের সামনে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সবুজ মিয়াকে ঘটনার পরেই স্থানীয় লোকজন জরুরী ভাবে নিকটস্থ ধর্মপাশা সদর হাসপাতালে ভর্তি করেন এবং কর্তব্যরত চিকিৎসক গণ অর্ধকাটা গোপনাঙ্গে ১২ টি সেলাই প্রদান করেন। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।
পুলিশ খবর পেয়ে বুধবার দুপুর ১২ টায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এস আই রফিকুল ইসলাম হাসপাতালে গিয়ে রোগীর খোজ খবর ও জিজ্ঞাসাবাদ করেন।
সবুজের পরিবারের পক্ষ থেকে জানা যায়, সবুজের ধর্মপাশা সদরের উকিল পাড়া মোড়ে একটি সমিল রয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নলগড়া গ্রামের আব্দুস ছাওারের ছেলে রকিবের সাথে সবুজের বাকবিতন্ড হয়।
এক পর্যায়ে নলগড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে সাদ্দাম হোসেন ও রকিবের ৪/৫ জন নিকট আত্মীয় সবুজের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে গোপনাঙ্গ কেটে পেলার চেষ্টা করলে সবুজ মিয়ার দস্তাদস্তির কারণে অর্ধেক গোপনাঙ্গ কেটে যায় এবং তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌড়াইয়া আসিলে দুবৃওরা সবুজকে রক্তাক্ত অবস্থায় পেলে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে তার ভাই সামছুল আলম জানায়,সে বাদী হয়ে ধর্মপাশা থানায় অভিযোগ দাখিল করেছেন।
মন্তব্য করুন