মোঃকাউছারুল ইসলাম, মহালছড়ি।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন কর্তৃক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৮ অক্টোবর ) ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মহালছড়ি ইসলামী দাখিল মাদ্রাস ৫০ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, নূরানী হাফিজিয়া মাদ্রাসা পবিত্র কোরআন শরীফ বিতরণ এবং নতুন পাড়া কেরামতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান,খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। তিনি তাঁর বক্তব্য মহালছড়ি উপজেলার প্রাচীন ৪১ বছরেও মাদ্রাসা এমপিও এবং অবকাঠামো গত উন্নয়ন নায় হওয়া উদ্বেগ প্রকাশ করেন।
ওয়াদুদ ভূইয়া আরো বলেন, আজকের তরুণ ও যুবকেরা আগামী দিনের ভবিষ্যৎ।
তাই তরুণ-যুবকেরা যাতে মাদকে এবং মোবাইলে গেম খেলায় আসক্ত না হয় সেই লক্ষ্যে এসব শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।তরুণ ও যুবকেরা খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারি এবং পড়ালেখায় আরো মনোযোগীও প্রেরণা দিতে এমন ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুয়ের কল্যানে কাজ করে যাচ্ছে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন।শিক্ষা ,স্বাস্থ্যসহ মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নে এ ফাউন্ডেশনের কার্যক্রম চলমান রাখার ঘোষণা দেন তিনি।
এসময় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন সহ-সভাপতি মোঃ শাহেদুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বাচ্চু মিয়া,ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম,খালেদ মাসুদ সাগর, আব্দুল কাদের সিয়াম সহ প্রমুখ।
ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সভার সভাপতিত্ব বক্তব্যে বলেন, পাহাড়ি অঞ্চলে কোমলমতি শিশুদের শিক্ষা এবং ক্রীড়াঙ্গনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় মহালছড়ি উপজেলার তিনটি মাদ্রাসা১০০জন শিক্ষার্থীদের মাঝে এই পুস্তক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন