সালথা (ফরিদপুর )প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত রিপন মোল্যা সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মো. আক্তার মোল্যার ছেলে। স্থানীয়দের দাবি, রিপন একজন চিহ্নিত বখাটে এবং নিয়মিত মাদক সেবনকারী।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূকে ধর্ষণ করে রিপন। গৃহবধূর চিৎকারে পাশের বাড়ির লোকজন বিষয়টি টের পান এবং পরে ঘটনা জানাজানি হলে সকালে এলাকাবাসী রিপনকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশকে খবর দেন।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, “পেটের তাগিদে গত ৮ দিন ধরে আমি অন্য এলাকায় শ্রমিকের কাজ করছি। বাড়িতে শুধু স্ত্রী ও দুটি সন্তান ছিল। ঘটনার রাতে স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিল। তখনই বখাটে রিপন সিঁধ কেটে ঘরে ঢুকে জোরপূর্বক আমার স্ত্রীকে ধর্ষণ করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
আটক হওয়ার পর অভিযুক্ত রিপন মোল্যা পুলিশের কাছে দাবি করেন, তিনি যৌন উত্তেজক ওষুধ খেয়ে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিলেন। কিন্তু পরে নিজেকে সংবরণ করতে না পেরে এ ঘটনা ঘটিয়ে ফেলেন।
এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, “সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে রিপন নামে এক যুবককে আটক করে গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
মন্তব্য করুন